নারায়ণগঞ্জ এক্সপ্রেসঃফতুল্লা থানার তল্লা সরদারপাড়া বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মসজিদের ইমাম আব্দুল মালেক নেসারী, মুয়াজ্জিন দেলোয়ার হোসেন ও জুয়েল নামে সাত বছরের এক শিশুসহ ২৬ জন অগ্নিদগ্ধ হয়ে নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক।
সোমবার ( ৭ সেপ্টেম্বর ) গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন । তিনি বলেন, মসজিদের ভিতরে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা সত্যিই মর্মান্তিক ও হৃদয় বিদারক । আল্লাহ পাক সবাইকে জান্নাত নসিব করুন । নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি । আহতদের সুস্থতা কামনা করছি ।
আল্লাহ পাক যেনো নিহতদের শহীদী মর্যাদা দান করেন। আমিন।
শেয়ার করুন