নারায়ণগঞ্জ এক্সপ্রেসঃ সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে গণস্বাস্থ্য কেন্দ্র যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। ‘জিআর কোভিড-১৯ র্যাপিড ডট ব্লট’ প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার বলেন, কোনও প্রকার কিট পরীক্ষার সঙ্গে গণস্বাস্থ্যের সম্পর্ক নেই।
সোমবার (২০ জুলাই) সকালে দেওয়া বিবৃতিতে তিনি একথা বলেন।
কোথাও গণস্বাস্থ্যের কিট দিয়ে পরীক্ষা করা হচ্ছে–এমন খবর পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোরও অনুরোধ করেন ডা. মুহিব উল্লাহ।
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত ‘জিআর কোভিড-১৯ র্যাপিড ডট ব্লট অ্যান্টিবডি টেস্ট কিট’ এখনও সরকারের অনুমোদন পায়নি বলে উল্লেখ করে ডা. মুহিব বলেন, ‘এই কিটের কোনও বিপণন হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল ছাড়া অন্য কোনও প্রতিষ্ঠানকে করোনা পরীক্ষার জন্য বা ট্রায়ালের জন্যও দেওয়া হয়নি।’
গণস্বাস্থ্যের কিট দিয়ে দেশের বিভিন্ন জায়গায় করোনার পরীক্ষা করা হচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন ডা. মুহিব উল্লাহ। তিনি বলেন, ‘আমরা মনে করছি, করোনার মহাদুর্যোগে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবনীর বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’
গণস্বাস্থ্য সরকারের অ্যান্টিবডি টেস্ট এবং কিট সংক্রান্ত সব প্রকার নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল বলে উল্লেখ করে ডা. মুহিব।